News71.com
 Sports
 03 May 21, 10:36 AM
 307           
 0
 03 May 21, 10:36 AM

সানরাইজার্সকে হারাল রাজস্থান রয়্যালস।।

সানরাইজার্সকে হারাল রাজস্থান রয়্যালস।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের মঞ্চে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আজ তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ভিতটা পাকা করে দিয়েছিলেন ইংলিশ তারকা জস বাটলার। এরপর বল হাতে আগুন ঝরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের সম্মিলিত আক্রমণে আর হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ৭ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া হায়দরাবাদ।

টস জিতে রাজস্থানকে ফিল্ডিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। নতুন অধিনায়ক হিসেবে সানরাইজার্সের হয়ে টস করেন কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর বাকিটা ইতিহাস। অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে ১৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি উপহার দেন জস বাটলার। ইংলিশ তারকার আইপিএল ক্যারিয়ারে এটা প্রথম সেঞ্চুরি। ১৯তম ওভারে সন্দ্বীপ শর্মার বলে বোল্ড হওয়ার আগে তিনি খেলেন ৬৪ বলে ১১ চার ৮ ছক্কায় ১২৪ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়ক সঞ্জুও ৩৩ বলে ৪৮ রান করেন। স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে টার্গেটের ভারে শুরুতেই নুয়ে পড়ে হায়দরাবাদ। সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার মণীষ পাণ্ডে। সৌজন্যে মুস্তাফিজ-ক্রিস মরিসের দুর্দান্ত বোলিং। সমান ৩ উইকেট নিলেও ৪ ওভারে মরিস দিয়েছেন ২৯ রান। আর মুস্তাফিজ দিয়েছেন মাত্র ২০! হাড়কিপ্টে বোলিং বলতে যা বোঝায় আরকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন