News71.com
 Sports
 01 May 21, 09:36 PM
 380           
 0
 01 May 21, 09:36 PM

টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পাল্টানো আইপিএলের নতুন ট্রেন্ড।।

টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পাল্টানো আইপিএলের নতুন ট্রেন্ড।।

স্পোর্টস ডেস্কঃ টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদলানো যেন আইপিএলের নতুন ট্রেন্ড। গত মৌসুমের মাঝপথে অধিনায়ক বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই পথে হাঁটল সানরাইজার্স হায়দরাবাদ। টানা ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। বাকি মৌসুমের জন্য তার স্থলাভিষিক্ত হয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

চলতি আইপিএলে ৬টির মধ্যে ৫টি ম্যাচেই হেরেছে হায়দরাবাদ। গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারের পর ওয়ার্নার সব দোষ নিজের কাঁধে নিয়েছিলেন। ওয়ার্নারের ব্যাটে রান অব্যাহত থাকলেও দল কিছুতেই জয়ের মুখ দেখছে না। পয়েন্ট তালিকাতেও তাদের অবস্থান সবার শেষে। এই অবস্থায় হায়দরাবাদের টুইটারে দেওয়া বিবৃতিতে দলের খোলনলচে বদলানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন