স্পোর্টস ডেস্কঃ সাদা পোশাকে প্রতিপক্ষকে চরম লজ্জা দেওয়ার অস্ত্র হলো ফলোঅন। পাল্লেকেলেতে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে সেই সুযোগটা পেয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। চাইলেই তারা বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে পারত। কিন্তু প্রথম ইনিংসে ২৪২ রানে এগিয়ে থেকেও তারা বাংলাদেশকে ফলোঅন করায়নি। লঙ্কানদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রানের জবাবে বাংলাদেশ মাত্র ২৫১ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার লিড হয় ২৪২ রানের। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।
৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশের প্রথম ইনিংসে ধস নামিয়ে দিয়েছেন প্রবীণ জয়াবিক্রমা। শ্রীলঙ্কা ৪৯৩ রানে ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংস খেলতে নামে বাংলাদেশ। ৯৮ রানের দারুণ ওপেনিং জুটি উপহার দেন তামিম ইকবাল এবং তরুণ সাইফ হাসান। সাইফ ২৫ রানে আউট হলে উইকেটে আসেন শান্ত। এরপর যথারীতি ৬ বলে 'ডাক' মেরে ফিরে যান। আগের ইনিংস থেকে বলও দুটি কম খেলেছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আজও ছিলেন দুর্দান্ত। ক্যারিয়ারের দশ নম্বর টেস্ট সেঞ্চুরিটা হয়েই যাচ্ছিল প্রায়। কিন্তু আবার সেই নড়বড়ে নব্বই!