News71.com
 Sports
 01 May 21, 02:05 PM
 383           
 0
 01 May 21, 02:05 PM

তামিমের ফিফটি, টেস্টে দুর্দান্ত জবাব দিচ্ছে বাংলাদেশ।।

তামিমের ফিফটি, টেস্টে দুর্দান্ত জবাব দিচ্ছে বাংলাদেশ।।

স্পোর্টস ডেস্কঃ লংকানদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটছে টাইগার ওপেনার তামিম ইকবালের। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ঝোড়ো অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি। আর প্রথম টেস্টের সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দেখা পেলেন অর্ধশতকের। পাল্লেকেলেতে টানা তৃতীয় অর্ধশতক তুলতে তামিম খেলেন মাত্র ৫৭টি বল। এ সিরিজের তিন ইনিংস ও এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ইনিংস মিলিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশ পেরুলেন তিনি।

ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লংকান বোলারদের ওপর চড়াও হন তামিম ইকবাল। তামিমের এমন উদ্ভাসিত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাব দারুণভাবে দিচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান। যেখানে তামিমের একার সংগ্রহ ৬৮ রান। তার সঙ্গী সাইফ হাসান খেলছেন ২৫ রান নিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন