News71.com
 Sports
 01 May 21, 02:00 PM
 376           
 0
 01 May 21, 02:00 PM

টোকিও অলিম্পিক হবে বহাল তবিয়তে ।।

টোকিও অলিম্পিক হবে বহাল তবিয়তে ।।

স্পোর্টস ডেস্কঃ সার্ফিংয়ে অন্যতম সেরা লাটিন আমেরিকার দেশ ব্রাজিল টোকিও অলিম্পিকের ভেন্যুতে করোনা ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু সার্ফিং আয়োজকরা তা করতে অপরাগতা জানায়। মেডিকেল সাপোর্ট পর্যাপ্ত না থাকায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। এদিকে, টোকিও অলিম্পিক বহাল তবিয়তে হবে। করোনা ছেদ ফেলতে পারবে না এই আয়োজনে। তবুও সংশয় উড়িয়ে দেওয়া যায় না। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই আয়োজনে যেন কোনো ত্রুটি না হয় সেজন্য নিয়মিত বৈঠকে বসছেন আয়োজকরা। সেখানেই সব দেশের অ্যাথলিটদের দ্রুত করোনার ভ্যাকসিন নেবার নির্দেশ দেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোকে জানিয়ে দেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন