স্পোর্টস ডেস্কঃ ভারতে চলছে করোনার ভয়াল আগ্রাসন। কেউ আইসিইউতে একটা বেড খুঁজছেন। কেউবা অক্সিজেন সিলিন্ডারের জন্য পাগলের মতো ছুটছেন। এদিকে শ্মশানঘাট কিংবা কবরস্থানে লাশ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। প্রতিদিন সাড়ে তিন হাজারের মতো মানুষ মারা যাচ্ছেন। এমতাবস্থায় দেশটির শিল্পপতি এবং ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। জরুরি অক্সিজেন সরবাহ নিশ্চিত করতে তারা ঢেলে দিচ্ছেন অর্থ। এই তালিকায় এবার শচীন টেন্ডুলকারের নাম। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন অক্সিজেনের জন্য 'মিশন অক্সিজেন' নামের একটি দাতব্য প্রতিষ্ঠানকে ১ কোটি রুপি দান করেছেন। পাশাপাশি টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।