News71.com
 Sports
 30 Apr 21, 06:59 PM
 402           
 0
 30 Apr 21, 06:59 PM

ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসছে লঙ্কানরা।।

ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসছে লঙ্কানরা।।

স্পোর্টস ডেস্কঃ আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২০ থেকে ৩০ মে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন। আকরাম খান জানান, ওয়ানডে সিরিজের জন্য আগামী ২ মে থেকে অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ওয়ানডে দলে পাওয়া যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে তারা দলের সঙ্গে যোগ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন