স্পোর্টস ডেস্কঃ শুরুটা প্যাট কামিন্স করে দিয়েছেন। ভারতে করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় ৫০ হাজার ডলার দান করেছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। তাঁর প্রিয় ভারতকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে কামিন্সের এই অর্থ দানের উদ্দেশ্য পূরণ হচ্ছে। ধীরে ধীরে ক্রিকেট–সংশ্লিষ্ট সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
কামিন্সের পথ ধরে তাঁর পূর্বসূরি ব্রেট লি এগিয়ে এসেছেন। সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ভারতকে দ্বিতীয় ঘর বলে মনে করেন। ঘরের বিপদের সময় এক বিটকয়েন দান করেছেন। এই ক্রিপটো কারেন্সির বর্তমান কাগুজে মূল্য ৪৬ লাখ টাকার বেশি। রাজস্থান রয়্যালসও সরাসরি কাজে নেমে গেছে। ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, মালিক ও দলের অন্য সদস্যরা মিলে সাড়ে ৭ কোটি রুপি বা ৮ কোটি ৫৯ লাখ টাকা দান করেছেন।