স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর সাফল্য মিলেছে। সাফল্যটা এসেছে অভিষিক্ত শরিফুল ইসলামের হাত দিয়েই। দিনের শেষ সেশনে সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়েছেন তিনি। এটাই হয়ে রইল পাল্লেকেলের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একমাত্র সাফল্য।
প্রথমদিনে অধিনায়ককে হারিয়ে শ্রীলঙ্কা ২৯১ রান তুলেছে। অন্য ওপেনার লাহিরু থিরিমান্নে অপরাজিত আছেন ১৩১ রানে। তিনে আছেন ওশাদা ফার্নান্দো কাল দিন শুরু করবেন ৪০ রান নিয়ে। উইকেটই পড়েছে মাত্র একটি। নাজমুল হোসেন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন। করুনারত্নে যে জীবন পেয়েছিলেন তাঁর কল্যাণেই। আর সে কুড়িয়ে পাওয়া জীবন নিয়েই তিনি সেঞ্চুরি (১৯০ বলে ১১৮) করে দেখিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি করুনারত্নের ১২তম সেঞ্চুরি।