স্পোর্টস ডেস্কঃ শেষ ২ বলে জিততে হলে দিল্লি ক্যাপিটালসকে করতে হতো ১০ রান। ব্যাটিংয়ে থাকা ঋষভ পন্থ মোহাম্মদ সিরাজের পঞ্চম বলে একটি চার হাঁকিয়ে আশা জিইয়ে রাখেন। তবে ষষ্ঠ বলে ওয়াইড অঞ্চলের ডেলিভারিটি সজোরে পেটালেও ফের বাউন্ডারি (৪) হয়। ফলে ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এ জয়ে চেন্নাই সুপার কিংসকে হটিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এলো বিরাট কোহলির দল। মঙ্গলবার (২৭ এপ্রিল) আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলমান আসরের ২২তম ম্যাচে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি দিল্লি।