স্পোর্টস ডেস্কঃ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার (২৭ এপ্রিল) ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থগিতের এ ঘোষণা দেন। এই ঘোষণায় মহাবিপদে পড়েছেন আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচসহ সংশ্লিষ্টরা। কোচ, ধারাভাষ্যকার ও বিশ্লেষক মিলে প্রায় ৩০ অস্ট্রেলিয়ান ভারতেই আছেন। দেশে ফেরা নিয়ে উৎকণ্ঠায় আছেন তারা। এছাড়া এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন ভারতে থাকা বহু অস্ট্রেলীয় নাগরিক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ‘ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা।