News71.com
 Sports
 27 Apr 21, 10:56 AM
 403           
 0
 27 Apr 21, 10:56 AM

আইপিএলে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো কলকাতা।।

আইপিএলে পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরলো কলকাতা।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপর টানা ৪ ম্যাচ হেরে খাদের কিনারে চলে যায় মরগানবাহিনী। অবশেষে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ে ফিরলো তারা। সোমবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের মামুলি সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ৫ উইকেট হারিয়ে ২০ বল হাতে রেখে জিতে যায় কলকাতা।

লক্ষ্য তাড়ায় নেমে কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে মাত্র ৯ রান উঠতেই বিদায় নেন দুই ওপেনার শুভমান গিল (৯) ও নিতিশ রানা (০)। বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে ব্যর্থ হন সুনীল নারাইনও (০)। তবে এরপর রাহুল ত্রিপাঠী ও ইয়ন মরগান মিলে দারুণ এক জুটি গড়েন। শুরুতে দারুণ ছন্দে থাকা রাহুলকে স্ট্রাইক দেওয়ার দিকেই মনোযোগ দেন মরগান। অধিনায়কের আস্থার প্রতিদানও দেন রাহুল। আর তাতেই জুটিতে উঠে আসে ৬৬ রান। ৩২ বলে ৭ চারে ৪১ রান করে রাহুল যখন দীপক হুডার বলে শাহরুখ খানের হাতে ক্যাচ তুলে দেন ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি কলকাতার হাতেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন