স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের পরিবর্তে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপের আগে কোনো ত্রিদেশীয় সিরিজ হচ্ছে না বলেও জানান এই বিসিবি পরিচালক।
এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যুও চূড়ান্ত করেছে বিসিসিআই। বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে কাজ করছে স্বাগতিক ভারত। মেগা ইভেন্টের আগে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বেশ কয়েকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।