News71.com
 Sports
 27 Apr 21, 10:49 AM
 427           
 0
 27 Apr 21, 10:49 AM

ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা।।

ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে খেলে যেমন বিরাট অংকের টাকা পাওয়া যায়, তেমনি নিয়ম ভঙ্গ করলে দিতে হয় মোটা অংকের জরিমানা। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, ইয়ন মরগ্যানের পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি জরিমানা গুনেছেন। গতকাল রবিবার মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে ৬৯ রানে হারের পাশাপাশি কোহলির পকেট থেকে ১২ লাখ রুপি খসে গেছে স্লো ওভার রেটের কারণে।

২০২১ আইপিএলে কোড অফ কনডাক্ট অনুসারে প্রতি ঘণ্টায় বোলিং সাইডকে ১৪.১ ওভার বোলিং করতেই হবে। বিসিসিআই এবার ৯০ মিনিটে ২০ ওভার বোলিং করা বাধ্যতামূলক করেছে। নিজের দোষ স্বীকার করেছেন ব্যাঙ্গালোর অধিনায়ক ক্যাপ্টেন কোহলি। আইপিএল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, 'চলতি বছরে বিরাট কোহলির দল আইপিএল কোড অব কনডাক্টের সর্বনিম্ম ওভার রেটের নীতি ভঙ্গ করেছে। যে কারণে তাকে তার ১২ লাখ রুপি জরিমানা করা হলো।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন