স্পোর্টস ডেস্কঃ টেস্ট ম্যাচের উইকেট এমন হওয়া উচিত নয়। বোলারদের জন্য পাল্লেকেলের পিচে কিছুই নেই। এরকম উইকেটে বোলিং করাটা কষ্টকর বলে মন্তব্য করেছেন তাসকিন আহমেদ। তবে সব সময় ভালো উইকেট পাওয়া যাবে না, এটাই বাস্তবতা; সেটাকে মাথায় রেখে নিজেদের কাজটা করে যাওয়ার যে অভিজ্ঞতা হয়েছে সেটাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তিনি। ৪ দিন শেষে ক্যান্ডিতে রান উঠেছে ১০৬০। উইকেট সাকুল্যে ১০টা। যেখানে লঙ্কান পেসারদের দখলে গেছে ৬টি, আর স্পিনারের দখলে একটি। অন্যদিকে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ২টি আর পেসারদের শিকার একটি। টেস্ট ম্যাচে এমন ব্যাটিং বান্ধব উইকেট দেখে বেশ অবাক হয়েছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। দুই দিনে ২৫ ওভার বল করেও, খুব বেশি সুযোগ তৈরি করতে না পারার হতাশা পোড়াচ্ছে তাকে। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে এমন পিচে বল করা কঠিন। এই উইকেটে চান্স ক্রিয়েট করার অপশন নেই। ভালো বলও সহজভাবে খেলে যাচ্ছে।