News71.com
 Sports
 24 Apr 21, 12:33 PM
 398           
 0
 24 Apr 21, 12:33 PM

গোলরক্ষকের ভুলে এভারটনের কাছে আর্সেনালের হার।।

গোলরক্ষকের ভুলে এভারটনের কাছে আর্সেনালের হার।।

স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল-এভারটন ম্যাচ চলাকালে এমিরেটস স্টেডিয়ামের সামনে হাজারো সমর্থকদের উপচেপড়া ভিড়। প্রতিবাদ, উৎকণ্ঠা কারণ একটাই, ইউরোপিয়ান সুপার লিগের বিরদ্ধে তাদের সোচ্চার অবস্থান। সমর্থকদের হাতে ছিল আর্সেনালের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কার বিরুদ্ধে লেখা প্লে কার্ড। যাতে লেখা ছিল আমরা ক্রোয়েঙ্কাকে চাই না। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এমন পরিস্থিতিতেই ম্যাচ শুরু হয়। বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার আর্সেনালের। এভারটনের জমাট রক্ষণ ভাঙ্গতে মুহুর্মুহু আক্রমণ রচনা গানারদের। যদিও এক পর্যায়ে অ্যাটাকিং ফুটবল খেলে এভারটন। প্রথমার্ধে পাওয়া তিনটি সুযোগের একটিও কাজে লাগাতে পারেনি অতিথিরা। যেখানে ম্যাচের ৪০ মিনিটে ফ্রি কিক থেকে মিডফিল্ডার গিলফির শট ক্রসবারে বাধা পায়। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

বিরতির পর কাঙ্ক্ষিত গোল পেতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ৫২ মিনিটে ডি বক্সে দানি সেবাইয়োস ফাউলের শিকার হলে, পেনাল্টি পায় স্বাগতিকরা। যদিও পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি। এরপর ফরোয়ার্ডদের ব্যর্থতায় এদিন গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল। উল্টো ম্যাচের ৭৬ মিনিটে এক হাস্যকর ভুল করে বসেন আর্সেনাল গোলকিপার বার্নড লেনো। এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের শট লেনোর ডান পায়ে লেগে খুঁজে নেয় জালের ঠিকানা। ম্যাচের শেষ দিকে প্রাণপণ চেষ্টা করেও আর সমতায় ফেরা হয়নি আর্সেনালের। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলোত্তির দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন