News71.com
 Sports
 23 Apr 21, 09:12 PM
 417           
 0
 23 Apr 21, 09:12 PM

টেস্ট ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক মুশফিক।।

টেস্ট ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক মুশফিক।।

স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের শীর্ষস্থান একদিনের বেশি ধরে রাখতে পারলেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একদিনের ব্যবধানেই তার কাছ থেকে রেকর্ড পুনরুদ্ধার করেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ৬৮ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসের সুবাদেই মুশফিক এখন টেস্ট ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে মুশফিকই সর্বোচ্চ রানের মালিক ছিলেন। ৭২ ম্যাচে মুশফিকের রান ছিল ৪,৫৩৭। দ্বিতীয়স্থানে ছিলেন ওপেনার তামিম ইকবাল। ৬২ ম্যাচে তামিমের রান ছিল- ৪,৫০৮। ম্যাচের প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে মুশফিককে পেছনে ফেলেন তামিম। তার রানসংখ্যা এখন ৪,৫৯৮। তবে বেশিক্ষণ শীর্ষে থাকতে পারেননি তামিম। ম্যাচের তৃতীয় দিনই আবারো নিজের শীর্ষস্থান ফিরে পান মুশফিক। এখন মুশফিকের রান ৪,৬০৫। ৫৭ ম্যাচে ৩,৯৩০ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন