News71.com
 Sports
 23 Apr 21, 12:40 PM
 398           
 0
 23 Apr 21, 12:40 PM

আইপিএলের ইতিহাসে ৬ হাজার রানের রেকর্ড বিরাট কোহলির।।

আইপিএলের ইতিহাসে ৬ হাজার রানের রেকর্ড বিরাট কোহলির।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলস্টোন স্পর্শ করলেন কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পর আরসিবি দলনায়ক আইপিএলে ছয় হাজার রান পূর্ণ করেন। এই ম্যাচের আগে কোহলি ব্যাঙ্গালুরের জার্সিতে আইপিএলে ১৯৫টি ম্যাচে মাঠে নামেন। তাতে তিনি ৫৯৪৯ রান সংগ্রহ করেন। সুতরাং মাইলস্টোনে পৌঁছানোর জন্য তার দরকার ছিল ৫১ রান, যা তিনি ইনিংসের ১৩তম ওভারে ৩৫ বল খেলেই তুলে নেন।

ব্যাঙ্গালুর অধিনায়ক ১৯৬টি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬০০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়েন। বলাবাহুল্য, টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনিই। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে কোহলি এদিন ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৫ নম্বর বলে মরিসকে বাউন্ডারি মেরে তিনি ৬ হাজারের মাইলস্টোন টপকে যান। শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন