News71.com
 Sports
 22 Apr 21, 03:33 PM
 392           
 0
 22 Apr 21, 03:33 PM

শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ।। ইনিংসটা আরো লম্বা করতে চান শান্ত

শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ।। ইনিংসটা আরো লম্বা করতে চান শান্ত

স্পোর্টস ডেস্কঃ ৩০২/২ স্কোরের স্বস্তি নিয়ে ঘুম থেকে ওঠা বাংলাদেশ দলের দুঃস্বপ্ন দেখার অতীত আছে। সেই অভিজ্ঞতা থেকে নাজমুল হোসেন শান্ত জানেন আজ নতুন দিন। পেছনের অপরাজিত ১২৬ না, শূন্য রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করতে হবে তাকে। দলের দারুণ শুরুও মাটি হয়ে যেতে পারে মুহূর্তের হঠকারিতায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে তাই স্বস্তির সঙ্গে নাজমুল হোসেনের কণ্ঠে সতর্কতাও, ‘কেবল প্রথম দিনের খেলা হয়েছে। আমরা ভালো অবস্থায় আছি। যত লম্বা সময় ব্যাট করতে পারব ততই ম্যাচে এগিয়ে থাকব।’

সেই লম্বা সময়ের সীমারেখা আঁকেননি নাজমুল। প্রথম দিনেই ম্যাচ জিতে ফেলার সম্ভাবনাও মনে উঁকি দিচ্ছে না তাঁর, ‘এখনই ফলাফলের কথা চিন্তা না করাই ভালো।’ ম্যাচের ফল পক্ষে আনার সরু পথ অবশ্য তৈরি করেছে প্রথম দিনের বাংলাদেশ। সে পথটা প্রশস্ত করার উপায়ও জানেন নাজমুল, ‘সকালের (আজ) প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। প্রথম সেশন যদি ভালো খেলতে পারি, তাহলে বোঝা যাবে কত রান আসলে করতে পারব কিংবা জেতার জন্য কত রান দরকার। বুধবারের প্রথম সেশনটা নাজমুলের নিজের জন্যও ছিল ভীষণ গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন