News71.com
 Sports
 20 Apr 21, 03:51 PM
 360           
 0
 20 Apr 21, 03:51 PM

রাজস্থান রয়্যালসকে হারাল চেন্নাই সুপার কিংস।।

রাজস্থান রয়্যালসকে হারাল চেন্নাই সুপার কিংস।।

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার রাতে মুম্বাইতে, রাজস্থান রয়্যালসকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তিনবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইর করা ১৮৮ রান টপকাতে গিয়ে রাজস্থান থেমেছে ১৪৩ রানে। শেষ পর্যন্ত ৪৫ রানের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ধোনির চেন্নাই।

রাজস্থানের হয়ে বাংলাদেশের তারকা মোস্তাফিজ ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। চেন্নাই সুপার কিংসের কেউই খুব বড় স্কোর করেননি। কিন্তু কার্যকর ছোট ঝড় এসেছে একাধিক ব্যাটসম্যানের কাছ থেকে। অনেকটা সম্মিলিত চেষ্টায় তারা পায় শক্ত পুঁজি। ফাফ দু প্লেসি ১৭ বলে ৩৩, মঈন আলি ২০ বলে ২৬, আম্বাতি রাইডু ১৭ বলে ২৭, স্যাম কারান ৬ বলে ১৩, ডোয়াইন ব্র্যাভো করেন ৮ বলে ২০ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন