News71.com
 Sports
 20 Apr 21, 03:48 PM
 378           
 0
 20 Apr 21, 03:48 PM

ইউরোপিয়ান ১২ জায়ান্ট ক্লাব কর্তারা কেউই বোকা নন।। ওয়েন রুনি

ইউরোপিয়ান ১২ জায়ান্ট ক্লাব কর্তারা কেউই বোকা নন।। ওয়েন রুনি

স্পোর্টস ডেস্কঃ সুপার লিগের ধারণাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। উয়েফার হাজারো কঠোর সিদ্ধান্তের পরও এ টুর্নামেন্ট আলোর মুখ দেখবে বলেই ধারণা তার। কারণ এই ক্লাবগুলোর কর্তারা কেউই বোকা নন বলে মনে করেন রুনি। অন্যদিকে সুপার লিগ নিয়ে কোন তর্কে যেতে নারাজ সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।

ফুটবলের স্বার্থে সবাইকে এক হয়ে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ তার। সমর্থক থেকে সাধারণ মানুষ। ফুটবল বোদ্ধা থেকে মাঠের ফুটবলার। সবাই তর্কে মেতেছেন নতুন সুপার লিগের ধারণা নিয়ে। কারো চোখে ভিলেন ইউরোপিয়ান ১২ জায়ান্ট ক্লাব, তো কারো চোখে খলনায়কের চরিত্রে বসে আছে স্বয়ং উয়েফা। এবার সেই তর্কে যোগ দিলেন ডার্বি কাউন্টির ম্যানেজার এবং সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন