স্পোর্টস ডেস্কঃ বিদ্রোহী ক্লাবগুলোর 'ইউরোপিয়ান সুপার লিগ' এর ঘোষণায় সারা ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। ফিফা, উয়েফা ছাড়াও নতুন লিগের তীব্র বিরোধিতা করেছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী। উয়েফা হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এই লিগের পরিকল্পনা বন্ধ না করা হলে নিজেদের প্রতিযোগিতা থেকে ক্লাবগুলিকে বহিষ্কার করা হবে। আর ফিফা বলছে, যে সব ফুটবলার এই প্রতিযোগিতায় খেলবেন, বিশ্বকাপসহ আর কোনো প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
এই সুপার লিগে ইতোমধ্যেই নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। এদের মাঝে বার্সেলোনা আর জুভেন্তাসে খেলে থাকেন গত এক যুগ ধরে ফুটবলবিশ্বে রাজত্ব করা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুজন ছাড়াও অনেক নামীদামি তারকাও খেলবেন সুপার লিগে। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা বিশ্বকাপ থেকে নির্বাসিত হয়ে যাবেন?