News71.com
 Sports
 19 Apr 21, 10:26 PM
 391           
 0
 19 Apr 21, 10:26 PM

ইউরোপের বিদ্রোহী লিগের অর্থায়নে মার্কিন ব্যাংক জেপি মরগান।।

ইউরোপের বিদ্রোহী লিগের অর্থায়নে মার্কিন ব্যাংক জেপি মরগান।।

স্পোর্টস ডেস্কঃ ইউরোপের ১২টি বৃহৎ ক্লাব নিয়ে গঠিত সুপার লিগে আর্থায়ন করছে মার্কিন বিনিয়োগকারী ব্যাংক জেপি মরগান। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্তাস, ইন্টার মিলান ও এসি মিলান ছাড়াও এই লিগে যুক্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার্স।

এই লিগে যোগ দেয়া ইংল্যান্ড, ইতালি ও স্পেনের প্রতিটি ক্লাবই ৩.৫ বিলিয়ন ইউরোর একটি ভাগ পাবে। জেপি মরগান ব্যাংকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমি এটি নিশ্চিত করছি যে এই কাজে আমরা অর্থায়ন করছি। এ বিষয়ে এখনই বিস্তারিত আর কিছু মন্তব্য করতে চাই না।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন