স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান সিরি’আ লিগে শেষ দিকের গোল হজমে হার দেখলো জুভেন্টাস। আন্দ্রে পিরলো শিষ্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে আসল আতালান্তা। রবিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। বদলি নেমে ম্যাচের ৮৭ তম মিনিটে ব্যবধান গড়ে দেন আতালান্তার রুসলান মালিনোভস্কি।
এই হারে চারে নেমে গেল জুভেন্টাস। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আতালান্তা। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্টে দ্বিতীয়স্থানে রয়েছে এসি মিলান।