News71.com
 Sports
 18 Apr 21, 11:40 AM
 383           
 0
 18 Apr 21, 11:40 AM

মেসির জোড়া গোলে শিরোপার খরা কাটল বার্সেলোনার।।

মেসির জোড়া গোলে শিরোপার খরা কাটল বার্সেলোনার।।

স্পোর্টস ডেস্কঃ অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে কোপা দেল রের শিরোপা জিতল বার্সেলোনা। বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ছিনিয়ে নিল রেকর্ড চ্যাম্পিয়নরা। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ৪-০ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। জোড়া গোল করেন লিওনেল মেসি। একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও ফ্রেংকি ডি ইয়ং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন