স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রে’র ফাইনালে শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা। শিরোপাশূন্য একটি মৌসুম কাটানোর পর ব্যর্থতার বৃত্ত থেকে বার্সার বেরিয়ে আসার উপলক্ষ হতে পারে এই ম্যাচ। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে রোনাল্ড কুম্যানের শিষ্যরা। সুপার কাপে হারলেও লিগে দুই বারই জিতেছে কোম্যানের দল। তবে অতীত ইতিহাস বার্সার পক্ষেই। পরিসংখ্যান বলছে, দু’দলের ৭১ বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার ৪৫ জয়ের বিপরীতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় মাত্র ১২টি।