News71.com
 Sports
 17 Apr 21, 01:02 PM
 354           
 0
 17 Apr 21, 01:02 PM

শ্রীলঙ্কার থেকে আমরা পিছিয়ে নেই।। মেহেদি হাসান মিরাজ

শ্রীলঙ্কার থেকে আমরা পিছিয়ে নেই।। মেহেদি হাসান মিরাজ

স্পোর্টস ডেস্কঃ একাধিকবার স্থগিত হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ২০১৯ সালের জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সর্বশেষ দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করেছিল টাইগাররা। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালের দলকে ধোলাই হতে হয়েছে। এর আগের বছর নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কায় গিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে অল্পের জন্য জেতা হয়নি। অবশ্য ২০১৭ শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়ের মধুর স্মৃতিও আছে। তাই এবারের সফরে আত্মবিশ্বাসী টাইগাররা।

তরুণ অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই নিকট অতীতের রেকর্ড থেকে সাহস পাচ্ছেন। আজ বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, 'আমরা এর আগে শ্রীলঙ্কাতে যতবারই খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফিতে অল্পের জন্য জিততে পারিনি, তারপর শ্রীলঙ্কা সিরিজে যখন ওয়ানডে সিরিজ খেলেছি, ওরা একটা জিতেছে, আমরা একটা জিতেছি, টেস্টেও ১-১ ছিল। ওদের থেকে গত ৩-৪ বছরে আমরা কিন্তু পিছিয়ে নেই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন