News71.com
 Sports
 14 Apr 21, 10:14 PM
 408           
 0
 14 Apr 21, 10:14 PM

রোনালদো একক খেলোয়াড় হিসেবে দুর্দান্ত, তবে টিম প্লেয়ার হিসেবে নয়।।

রোনালদো একক খেলোয়াড় হিসেবে দুর্দান্ত, তবে টিম প্লেয়ার হিসেবে নয়।।

স্পোর্টস ডেস্কঃ ব্যক্তিগত নৈপুণ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো উজ্জ্বল হলেও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সময়টা একদমই ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে প্রায় সব দলীয় শিরোপাই খোয়ানোর পথে দলটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর, ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে। তাই ক্লাবটির সাবেক মিডফিল্ডার মাসিমো মাউরো ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর প্রতি।

ইতালিয়ান সংবাদমাধ্যমে গ্যাজেট দেল স্পোর্টকে দেওয়া এক সাক্ষাতকারে মাউরো বলেন, “রোনালদো যেখানেই খেলেছে, সেখানে কখনও নেতা ছিল না এবং সামনেও কোনোদিন হতে পারবে না। দলের সাফল্যের চেয়ে নিজের পারফরম্যান্সই তার কাছে গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “রোনালদো নিজের সতীর্থদেরও টেনে নিচে নামিয়ে আনে। সে সব সময় চায়, সতীর্থরা যেন তাকে গোল করার জন্য বল এগিয়ে দেয়। সে একক খেলোয়াড় হিসেবে দুর্দান্ত। কিন্তু কোনোদিনও একজন টিম প্লেয়ার নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন