News71.com
 Sports
 12 Apr 21, 01:40 PM
 444           
 0
 12 Apr 21, 01:40 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের দুর্দান্ত জয়।।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের দুর্দান্ত জয়।।

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল। ঘরের মাঠ ব্রামাল লেনে প্রথমার্ধের ৩৩ মিনিটের সময় পিছিয়ে পড়ে শেফিল্ড। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। আলেকজেন্ডার লাকাজেটের জোড়া গোলে আর্সেনাল ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের ৩৩ ও ৮৫ মিনিটের সময় লাকাজেটে গোল দু'টি করেন। অন্য গোলটি আসে গ্যাব্রিয়েল মার্টিনেইলের পা থেকে। বিপরীতে শেফিল্ড কোনো গোলের দেখাই পায়নি। এই জয়ে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান ৯ নম্বরে। গানারদের পয়েন্ট ৪৫। ৩২ ম্যাচে সর্বাধিক ২৩ জয়ে সর্বোচ্চ ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা জয় থেকে আর মাত্র ১১ পয়েন্ট দূরে সিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন