স্পোর্টস ডেস্কঃ বিশ্বের ভয়ংকরতম অলরাউন্ডারদের একজন রাসেল। নিজেই নিজের ডাকনাম দিয়েছেন ‘ড্রে রাস’! নামটি শুনলেই বোলারদের দু'কান দিয়ে যেন ধোঁয়া বের হয়! শরীর তাক করা শর্ট বলটা একটু এদিক-ওদিক হলেই বোলারদের আর রক্ষা নেই! স্কয়ার লেগ কিংবা মিড উইকেট দিয়ে সোজা সীমানার ওপারে, ছক্কা! ভয়ঙ্কর রাসেলের দুর্দান্ত মারকাটারি ব্যাটিং মুগ্ধ করে দর্শকদের।
চোটের কারণে গতবার আইপিএলে দর্শকরা রাসেল বিনোদন থেকে কিছুটা বঞ্চিত ছিল। তবে এবার ফিটনেসের দিক থেকে ভালো জায়গায় আছেন রাসেল। ফলে দর্শকরা মারকাটারি দেখার অপেক্ষায় থাকতেই পারেন। জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তারকা আন্দ্রে রাসেল নিজেই।