স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। শনিবার সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন দেশের সাবেক এই অধিনায়ক। আকরাম জানিয়েছেন, কিছু উপসর্গ থাকায় পরীক্ষা করান তিনি। এরপর শুক্রবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ। আপাতত নিজ বাসাতেই আইসোলেশনে আছেন আকরাম। তবে খুব বেশি শারীরিক জটিলতা নেই তার। পরিবারের বাকি সদস্যদেরও আজ শনিবার করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তিনি।