News71.com
 Sports
 08 Apr 21, 10:44 PM
 576           
 0
 08 Apr 21, 10:44 PM

ফুটবল॥ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

ফুটবল॥ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিগ দে ফুটবল প্রফেশনাল এক ঘোষণায় নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে। এই সপ্তাহে লিগ ওয়ানে লিলের কাছে হারের ম্যাচে, প্রতিপক্ষের ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার।

পরে তিয়াগো তাকে গালাগাল করে লাল কার্ড পান। দু’জনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু পরে শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়েছে। গত শনিবার ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিল ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে। ১ পয়েন্ট কম নিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের পরে তৃতীয় স্থানে মোনাকো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন