স্পোর্টস ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এরইমধ্যে তিনি বাড়িতে ফিরে গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শচীন জানান, করোনা থেকে মুক্ত হলেও আরও কিছুদিন বাড়িতে আইসোলেশনে থাকবেন।