News71.com
 Sports
 08 Apr 21, 05:39 PM
 413           
 0
 08 Apr 21, 05:39 PM

ক্রিকেট॥ফখর-বাবরের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ জিতল পাকিস্তান

ক্রিকেট॥ফখর-বাবরের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ ফখর জামানের টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি ও বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। বুধবার (০৭ এপ্রিল) সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২৯২ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দ. আফ্রিকা। সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার জান্নেমান মালান। কাইল ভেরেন্নে (৬২) ও আন্দিলে ফেলুকায়োর ফিফটি স্বত্ত্বেও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। পাকিস্তান স্পিনার মোহাম্মদ নওয়াজ ও শাহীন শাহ আফ্রিদি সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া হারিস রউফ দুটি উইকেট তুলে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন