News71.com
 Sports
 08 Apr 21, 05:38 PM
 397           
 0
 08 Apr 21, 05:38 PM

ফুটবল ॥ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ঘরের মাঠে হারাল পিএসজি

ফুটবল ॥ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে ঘরের মাঠে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্কঃ বায়ার্নকে তাদের মাটিতেই হারিয়ে প্রতিশোধ পিএসজির। এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারালো প্যারিস সেইন্ট জার্মেই। এ জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো দ্যা প্যারিসিয়ান। গেলো বছর ঘরের মাটিতে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ফরাসি জায়ান্টদের। আজ বাভারিয়ানদের তাদের মাটিতে হারিয়েই তৃপ্তির ঢেকুর তুললো পিএসজি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে মুখোমুখি হয় দু'দল। মাঠে নেমেই ৩ মিনিটের মাথায় গোল পায় পিএসজি। নেইমারের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। অন্যদিকে এক গোল করেই ক্ষান্ত হয়নি অতিথিরা। ২৮ মিনিটে আবারো নেইমার সামনে আসেন গোলের কারিগর হয়ে। এবার তার বাড়ানো বলে স্কোরখাতায় নাম তোলেন মারকুইনহোস। ২-০ তে এগিয়ে যায় দ্যা পারিসিয়ান।

দুই গোল খেয়ে নড়েচড়ে ওঠে বায়ার্ন। পরে ৩৭ মিনিটে চুপো-মোটিংয়ের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। বিরতির পর ফিরে বেশ খানিক্ষণ লিড ধরে রাখে অতিথিরা। কিন্তু ৬০ মিনিটে গিয়ে কিমিচের অ্যাসিস্টে বাভারিয়ান তারকা থমাস মুলার গোল করলে সমতায় ফেরে ম্যাচ। ৮ মিনিট পরেই আবারো পিএসজি শিবিরে ত্রাতা হয়ে আসেন এমবাপ্পে। এবার ডি মারিয়ার বাড়ানো বল গোলে রূপ দেন এই ফরাসি তারকা। সঙ্গে পূরণ করেন নিজের জোড়া গোলটিও। ম্যাচের বাকি সময়টায় রক্ষণভাগে মনোযোগ দেয় অতিথিরা। শেষ ১০ মিনিটে চাপ বাড়িয়েও গোলের আর দেখা পায়নি বাভারিয়ানরা। ফলে ঘরের মাটিতেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে জয় নিয়ে ঘরে ফেরে পোচেত্তিনোর দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন