স্পোর্টস ডেস্কঃ প্রথম টেস্টের পঞ্চম দিনে লড়াকু ব্যাটিংয়ে ড্র করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের শেষ দিনে এবার তুমুল প্রতিরোধ দেখা গেল শ্রীলঙ্কার। ফলাফল এই টেস্টও ড্র। সব মিলিয়ে দুই টেস্ট সিরিজ ড্র হয়েছে ০-০ ব্যবধানে। জয়ের দেখা পেল না কোন দলই। ট্রফি হলো ভাগাভাগি। প্রথম ইনিংসে ক্রেইগ ব্রাথওয়েটের সেঞ্চুরিতে ৩৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৫৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮০ রান করে ডিক্লিয়ার দেয় উইন্ডিজ। জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট দাঁড়ায় ৩৭৭ রান। বৃহস্পতিবার চতুর্থ দিন শেষে লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৯ রান করে শ্রীলঙ্কা। ম্যাচের শেষ দিনে শুক্রবার দারুণ লড়াই উপহার দেন লঙ্কান ব্যাটসম্যানরা। ২ উইকেটে করে ১৯৩ রান, ওভার ৮৮। ফলে ম্যাচ হয় ড্র।
সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্যারিবীয় সফর শুরু করেছিল শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে সেই সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে ক্যারিবীয়রা। দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াইটা ভালো করলো লঙ্কানরা। জয় না পেলেও সিরিজ ড্র করতে সক্ষম হলো।