News71.com
 Sports
 02 Apr 21, 07:33 PM
 612           
 0
 02 Apr 21, 07:33 PM

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে বাংলাদেশ॥ সাকিব আল হাসান

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে বাংলাদেশ॥ সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ ২০১৯ বিশ্বকাপটা দারুণ কেটেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে ৮ ম্যাচে করেছিলেন ৬০৬ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন তিন নম্বরে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল একশ’র কাছাকাছি, গড় ছিল ৮৬.৫৭। বল হাতেও ছিলেন দুর্দান্ত, নিয়েছিলেন ১১ উইকেট। সেই সাকিব এবার কথা বলেছেন আগামী বিশ্বকাপ প্রসঙ্গে।

২০২৩ বিশ্বকাপকেই টার্গেট করেছেন সাকিব। ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপটাই জিততে চান তিনি। একটি অনলাইন মাকের্টপ্লেসের ফেসবুক লাইভে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, “বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে?” এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “২০২৩ সালে। আমার শেষ বিশ্বকাপ তাই।” সাকিব আরও বলেন, “২০২৩ সালে না জিতলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব।” বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “ইনশাআল্লাহ।”সাকিব আল হাসান বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য তিনি সেখানে গিয়েছেন। ৭ দিনের কোয়ারেন্টিন শেষ করে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিবেন এই অলরাউন্ডার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন