News71.com
 Sports
 02 Apr 21, 07:25 PM
 436           
 0
 02 Apr 21, 07:25 PM

করোনায় স্থগিত হল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ॥

করোনায় স্থগিত হল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ॥

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে স্থগিত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আসর। নতুন সূচি অনুসারে ২০২৩ সালের জানুয়ারিতে হবে প্রথম অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। এছাড়া জুন-জুলাইয়ে শ্রীলংকায় যে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত। সদ্য সমাপ্ত আইসিসি ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।

বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত জানিয়ে পাঠানো আইসিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯’র তাৎপর্যপূর্ণ প্রভাবের কারণে অনেক দেশই যথাযথভাবে প্রস্তুতি নিতে পারছে না। যে কারণে বছরের শেষদিকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি উইমেন্স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে, চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ছেলেদের টি-২০ বিশ্বকাপের প্রক্রিয়া অবশ্য যথাযথভাবেই এগোচ্ছে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন