News71.com
 Sports
 02 Apr 21, 11:53 AM
 376           
 0
 02 Apr 21, 11:53 AM

ফুটবল ॥ করোনার বিধি ভঙ্গ করায় জুভেন্টাসের ৩ খেলোয়াড়কে জরিমানা

ফুটবল ॥ করোনার বিধি ভঙ্গ করায় জুভেন্টাসের ৩ খেলোয়াড়কে জরিমানা

স্পোর্টস ডেস্কঃ পার্টি করে ইতালীয় সরকারের করোনা ভাইরাসের নিয়ম ভঙ্গ করেছেন জুভেন্টাসের তিন তারকা ফুটবলার পাওলো দিবালা, আর্থার ও ওয়েস্টন ম্যাকেনি। করোনার নতুন স্ট্রেইন রোধে বিশেষ সতর্কতা জারি করেছে ইতালি সরকার। কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে বাড়িতে কিংবা যেকোনও জায়গায় পার্টি করা নিষেধ। সেই সাথে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

কিন্তু জুভেন্টাসের এই তিন ফুটবলার, তুরিনে মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির বাড়িতে ২০ জন অতিথি নিয়ে পার্টি করেন। প্রতিবেশির দেওয়া সংবাদে পুলিশ হাজির হয় পণ্ড করে দেয় সেই আয়োজন। রাত সাড়ে ১১টায়ও চলছিল এই পার্টি তাই কারফিও ভঙ্গ করেছেন তারা। এই ঘটনায় পুলিশ আর্থিক জরিমানা করেছে দিবালা, আর্থার ও ম্যাকেনিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন