News71.com
 Sports
 30 Mar 21, 07:58 PM
 411           
 0
 30 Mar 21, 07:58 PM

ক্রিকেট॥ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া টাইগারদের

ক্রিকেট॥ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া টাইগারদের

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৭১ রানের জবাবে ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে টাইগাররা। আজ মঙ্গলবার দুই দফায় বৃষ্টি হানায়, ব্ল্যাক ক্যাপদের ইনিংস ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান থাকতে সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। পরে বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭১ রান। ২৫ বলে ফিফটি করে ম্যাচের রঙ পাল্টে দিয়েছিলেন সৌম্য সরকার। তার ব্যাটিংয়ে এক সময় জয়ের আশাও করে বাংলাদেশ। কিন্তু ৫১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া ওপেনার নাঈম শেখ ৩৫ বলে ৩৮ রান করে আউট হন। এরপর বাংলাদেশের আর কেউ তেমন রানের দেখা পায়নি।

এর আগে দারুণ বোলিংয়ে ১১১ রানের মধ্যে কিউইদের ৫ উইকেট তুলে নিলেও গ্লেন ফিলিপস আর ড্যারেল মিচেলকে আটকাতে পারেননি বাংলাদেশি বোলাররা। ফিলিপস ৩১ বলে ৫৮ আর মিচেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মেহেদী। একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, তাসকিন ও শরিফুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন