News71.com
 Sports
 30 Mar 21, 10:34 AM
 386           
 0
 30 Mar 21, 10:34 AM

শার্দুলকে ম্যাচ সেরা করা হয়নি দেখে অবাক হয়েছি।। বিরাট কোহলি

শার্দুলকে ম্যাচ সেরা করা হয়নি দেখে অবাক হয়েছি।। বিরাট কোহলি

স্পোর্টস ডেস্কঃ গতকাল শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচটি ছিল ভীষণ উত্তেজনাকর। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচের পর সিরিজ সেরার পুরস্কার তুলে দেওয়া হয় জনি বেয়ারস্টোর হাতে। আর শেষ ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান। যিনি অবিশ্বাস্যভাবে ৮৩ বলে ৯৫ রান করে ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলেন। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলির দাবি, ভুল ব্যক্তিকে দেওয়া হয়েছে ম্যাচ-সিরিজ সেরার পুরস্কার!

ভারত অধিনায়ক বলেছেন, 'শার্দুলকে ম্যাচের সেরা করা হয়নি দেখে আমি অবাক হয়েছি। অতি গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ৩০০ প্লাস স্কোরিংয়ের ম্যাচে ব্যাট হাতে ৩০ রান করেছে। ভুবনেশ্বর কুমারও সিরিজ সেরা হওয়ার অন্যতম দাবিদার। মিডল ওভার আর পাওয়ার প্লেতে তারাই তো পার্থক্য গড়ে দিয়েছে।'

রোমাঞ্চকর ম্যাচে রান তাড়া করার সময় ইংল্যান্ড শার্দুল ঠাকুর এবং ভুবনেশ্বর কুমারের বলেই হোঁচট খেতে থাকে। শার্দুল ৬৭ রান খরচ করলেও তুলে নেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। তার আগে ব্যাট হাতে ২১ বলে ৩০ রানও করেন। অন্যদিকে চোট সারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলেন ভুবনেশ্বর কুমার। হাই স্কোরিং সিরিজে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৫-এরও কম। এই দুই তারকাকে পুরস্কার না দেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ দলনেতা কোহলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন