News71.com
 Sports
 30 Mar 21, 10:34 AM
 374           
 0
 30 Mar 21, 10:34 AM

কিউই পেসার মাইকেল রাইয়ের বিরল হ্যাটট্রিক।।

কিউই পেসার মাইকেল রাইয়ের বিরল হ্যাটট্রিক।।

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের ঘটনা প্রতিদিন না ঘটলেও মাঝে মধ্যেই দেখা যায়। প্রথম শ্রেণির ক্রিকেটেও হ্যাটট্রিক বিরল কোনো ঘটনা নয়। কিন্তু নিউজিল্যান্ডের পেসার মাইকেল রাই যা করে দেখালেন, তা ক্রিকেট ইতিহাসে বিরল। তার পরপর তিন উইকেটের ভাগীদার হয়েছেন একই ফিল্ডার ডেল ফিলিপস। এই দুজনের নাম তাই উঠে গেছে রেকর্ড বুকে।

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ওটাগোর ২৫ বছর বয়সী পেসার রাই হ্যাটট্রিক করেন। তার তিন শিকার- উইকেটকিপার-ব্যাটসম্যান ডেন ক্লিভার, জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার। তিনজনই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিলিপসের হাতে ধরা পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন