News71.com
 Sports
 30 Mar 21, 10:33 AM
 383           
 0
 30 Mar 21, 10:33 AM

বর্ণবিদ্বেষের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া ছাড়লেন।। ফরাসি সুপারস্টার থিয়েরি অঁরি

বর্ণবিদ্বেষের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া ছাড়লেন।। ফরাসি সুপারস্টার থিয়েরি অঁরি

স্পোর্টস ডেস্কঃ বাস্তবজীবন ছেড়ে এখন সোশ্যাল সাইটে বর্ণবাদ জায়গা করে নিয়েছে। সেখানে ভয়ানক সব বর্ণবাদীরা সারাক্ষণ বিভিন্ন মানুষকে আক্রমণ করে চলেন। এবার এসব বর্ণবাদী আক্রমণ আর কটূক্তির বিরুদ্ধে সোচ্চার হলেন সাবেক ফরাসি সুপারস্টার থিয়েরি অঁরি। তিনি বর্ণবিদ্বেষ বন্ধ না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ভক্তদের উদ্দেশ্যে অঁরি লিখেন, 'প্রিয় বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায়
বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, মানুষকে হেয় করা কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে। এ ধরনের ঘটনা মানসিক চাপ তৈরি করে। এখানে অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ এবং নিজের পরিচয় গোপন রেখে অন্য লোককে হয়রানি করা যায়। যতক্ষণ না এটা বন্ধ করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব অ্যাকাউন্ট সরিয়ে নিলাম।'

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার আছে অঁরির। মাত্র এক সপ্তাহ আগেই টুইটার জানায় যে তারা কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য মেনে নেবে না। কিন্তু তার পরেই অঁরির এই সিদ্ধান্ত টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাট ফর্মগুলোকে নিঃসন্দেহে প্রশ্নের মুখে ফেলে দিল!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন