স্পোর্টস ডেস্কঃ টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও ঘরে তুললো ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের ৭ রানে হারিয়েছে কোহলি বাহিনী। রোববার পুনেতে ভারতের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচে টস করতে নামেন বিরাট কোহলি। তবে এমন বিশেষ ম্যাচে টস ভাগ্য তার পক্ষে ছিল না।
এই নিয়ে চলতি সিরিজে তৃতীয়বার অর্থাৎ সবকটি ম্যাচেই টস হেরেছেন তিনি। তবে তাতে অবশ্য খেলায় তেমন প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৩২৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩২২ রানে থামে ইংলিশদের ইনিংস। এই জয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ভারত। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছিল দলটি।