News71.com
 Sports
 28 Mar 21, 09:32 PM
 419           
 0
 28 Mar 21, 09:32 PM

বাংলাদেশের তিন পেসারই দিলেন ১৪১ রান।। পাননি কোনো উইকেট

বাংলাদেশের তিন পেসারই দিলেন ১৪১ রান।। পাননি কোনো উইকেট

 

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২১১ রানের টার্গেটে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো এ ম্যাচেও বাজে বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। নিউজিল্যান্ড আজ যে তিনটি উইকেট হারিয়েছে সেই তিনটি উইকেটই পেয়েছেন স্পিনাররা। অন্যদিকে, তিন পেসার মিলে ১২ ওভারে ১৪১ রানে দিয়েছেন। তিন পেসার মিলেও পাননি কোনো উইকেট।

 

সবচেয়ে খরুচে ছিলেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৫০ রান দিয়েছেন তিনি, পাননি কোনো উইকেট। ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। অপর পেসার মোহাম্মদ  সাইফউদ্দিন ৪ ওভারে দিয়েছেন ৪৩ রান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে, মঙ্গলবারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন