News71.com
 Sports
 28 Mar 21, 02:41 PM
 424           
 0
 28 Mar 21, 02:41 PM

হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের।।

হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের।।

 

স্পোর্টস ডেস্কঃ হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারায় মাহমুদউল্লাহ বাহিনী। আফিফ হোসেন ও  মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশ। আফিফ ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ১৮ বলে ২৭ করে সাজঘরে ফিরেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১১ রান। এছাড়া সৌম্য সরকার ৫ ও লিটন দাস ৪ রান করেন।

 

কিউইদের পক্ষে ইস সোধি ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া লুকি ফার্গুসন দখল করেছেন ২ উইকেট। হামিশ বানেট ও অধিনায়ক টিম সাউদি পেয়েছেন একটি করে উইকেট। এর আগে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়েছেন ডেভন কনওয়ে। এবার সেঞ্চুরি করতে না পারলেও একেবারে কাছাকাছি চলে গেছেন, খেলেছেন অপরাজিত ৯২ রানের ইনিংস। ৫২ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মারে এই ইনিংস সাজান তিনি। ঝড়ো ইনিংস খেলেছেন উইল ইয়ংও। ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৫৩ রান করেছেন তিনি। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫ ও গ্লেন ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন