News71.com
 Sports
 28 Mar 21, 10:25 AM
 402           
 0
 28 Mar 21, 10:25 AM

বিশ্বকাপ বাচাইপর্ব।। জয়ে ফিরল নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া

বিশ্বকাপ বাচাইপর্ব।। জয়ে ফিরল নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্কঃ আবারো জয়ের ধারায় ফিরেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে লাটভিয়াকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে ৩ নম্বরে ডাচরা। এদিকে, আরেক ম্যাচে প্যাসালিচের একমাত্র গোলে সাইপ্রাসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ক্রোয়েশিয়া। গ্রুপ টেবিলে তাদের অবস্থান তিন। বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচে ভাগ্যটা সহায় ছিলোনা নেদারল্যান্ডসের। তাই ঘুরে দাঁড়ানোর মিশনে এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লাটভিয়ার মুখোমুখি ডাচরা। ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে লাটভিয়াকে ব্যস্ত রাখে নেদারল্যান্ডস। বেশ কিছু ভালো সুযোগও পায় তারা। অবশেষে ৩২ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগায় তারা। আগের ম্যাচের স্কোরার ক্লাসেনের অ্যাসিস্টে ডাচদের হয়ে লিড আনেন বারগুইস।

 

এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাটভিয়া। কিন্তু স্বাগতিক নেদারল্যান্ডসের শক্ত রক্ষণের কারণে আর প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি অতিথিদের। বিরতির পর থেমে থাকেনি ডাচরা। প্রতিপক্ষ শিবিরে চালায় একের পর এক আক্রমণ। বেশ কয়েকবার স্ট্রাইকারদের ব্যর্থতার পর ৬৯ মিনিটে ফল পায় স্বাগতিকরা। ডিপের বাড়ানো বল গোলে রূপ দেন ডি ইয়ং। ২-০ তে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচে পরে আর কোন গোল না হওয়ায় সহজ জয় নিশ্চিত হয় বোয়ের শিষ্যদের। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ এইচের ম্যাচে সাইপ্রাসের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। আগের ম্যাচে হারের কারণে এ ম্যাচে বাড়তি সতর্ক ক্রোয়াটরা। লুকা মদ্রিচের নেতৃত্বে মাঠে নামা ক্রোয়েশিয়া এদিন খোলশ ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। পরে ৪০ মিনিটে গিয়ে পায় গোলের দেখা। প্যাসালিচ লিড আনেন স্বাগতিকদের হয়ে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন