News71.com
 Sports
 27 Mar 21, 01:26 PM
 414           
 0
 27 Mar 21, 01:26 PM

করোনায় আক্রান্ত কিংবদন্তি ক্রিকেটার শচীন।।

করোনায় আক্রান্ত কিংবদন্তি ক্রিকেটার শচীন।।

 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ এবং ভারতে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এবার এই ভাইরাসের শিকার হয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। কিছুদিন আগেই তিনি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন। আজ শনিবার সকালে টুইট করে ৪৮ বছর বয়সী কিংবদন্তি ব্যাটসম্যান নিজেই এই দুঃসংবাদ সবাইকে জানিয়েছেন।

 

টুইটারে শচীন লিখেছেন, 'আমি নিজের পরীক্ষা করিয়ে যাচ্ছিলাম এবং নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ আমি করোনা আক্রান্ত। কিছু উপসর্গ আছে। বাড়িতেই নিভৃতবাসে আছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। দেশের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ সবাই নিরাপদে থাকুন'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন