News71.com
 Sports
 26 Mar 21, 02:22 PM
 406           
 0
 26 Mar 21, 02:22 PM

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু।। জার্মানি ও ইতালির

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু।। জার্মানি ও ইতালির

স্পোর্টস ডেস্কঃ জয় দিয়েই বিশ্বকাপ বাছাই শুরু করল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ইতালি। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। অন্য ম্যাচে, নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ইতালি। কয়েক মাসে আগেও নেশন্স লিগে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানি। সেই দুঃসহ স্মৃতি ভুলে এবার বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে শুরুটা দারুণ হলো জার্মানির। পুরো ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়ে আইসল্যান্ডকে হারিয়ে সহজ জয় পায় জার্মানি। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে জার্মানি। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজায় কিমিচ-গ্যানাব্রি-লিরয় সানেরা। 

 

তাইতো জোয়াকিম লো বাহিনী ফলও পায় দ্রুত। ২ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার গোরেটস্কা। এই গোলের রেশ না কাটতেই আবারো আইসল্যান্ডের রক্ষণদুর্গে হানা জার্মানির। ম্যাচের ৭ মিনিটে আবারো লিড নেয় স্বাগতিকরা। লিরয় সানের অ্যাসিস্টে জালের ঠিকানা খুঁজে নিতে বিন্দুমাত্র ভুল করেননি হাভার্টজ। তাতেই স্কোর লাইন দাঁড়ায় ২-০।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন