স্পোর্টস ডেস্কঃ মানসম্মত ঘরোয়া ক্রিকেট, সমৃদ্ধ পাইপলাইন আর দুর্দান্ত সব তরুণ ক্রিকেটারে ভারতীয় দল এখন ভীষণ শক্তিশালী। একের পর এক ভারতীয় ক্রিকেটাররা অভিষেক ম্যাচেই নিজেদের জাত চেনাচ্ছেন। ভারতের এই তরুণ ক্রিকেটারদের দেখে অবাক পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, 'ভারত বোধ হয় কোনো মেশিন বসিয়ে রেখেছে। সেই কারখানা থেকে একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে'।